হোম
“একটি মর্যাদাপূর্ণ, আত্মনির্ভর সমাজ কোনো কল্পনা নয়—এটি একটি দায়িত্ব।”
স্বামী বিবেকানন্দের ভাবনায় অনুপ্রাণিত হয়ে, উন্মেষ ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা, যার লক্ষ্য এমন এক সমাজ গঠন করা যেখানে ব্যক্তি চরিত্র, জ্ঞান ও আত্মসম্মানের মাধ্যমে নিজেকে গড়ে তোলে। এই মাটিতে, যেখানে বিবেকানন্দর চেতনা আজও জাগ্রত, সেখানে আমরা যুবসমাজকে জাগিয়ে তুলতে চাই—সচেতনতা, ক্ষমতায়ন ও কাজের মধ্য দিয়ে বাংলার ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।
আমাদের সম্পর্কে
উন্মেষ ফাউন্ডেশন-এর যাত্রা শুরু হয় ২০২৪ সালে, পশ্চিমবঙ্গ থেকে। আমাদের একটাই বিশ্বাস—যে সমাজ ভিক্ষা করে, সে সমাজ এগোতে পারে না। কিন্তু যে সমাজ নিজের শক্তিতে বিশ্বাস রাখে, সে সমাজই নেতৃত্ব দেয়।
আমরা এমন একটি বাংলা গড়তে চাই, যেখানে মানুষ আর সাহায্যের উপর নির্ভরশীল নয়—বরং আত্মমর্যাদা ও সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে জানে।
স্বামী বিবেকানন্দের “উঠো, জাগো” আহ্বানকে হৃদয়ে ধারণ করে, আমরা এমন এক প্রজন্ম গড়তে চাই, যারা সচেতন, সক্ষম ও সাহসী।








